1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
জমি দখলের অভিযোগে শেরপুর প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সন্মেলন - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১২:০২|

জমি দখলের অভিযোগে শেরপুর প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সন্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪,
  • 452 জন দেখেছেন

 

মৌলভীবাজার প্রতিনিধি:

জমি দখলের অভিযোগ এনে শেরপুর প্রেসক্লাবে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

৮ এপ্রিল আজাদ বখ্ত উচ্চবিদ্যালয় ও কলেজের হলরুমে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে ভূক্তভোগী এ অভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন,ওসমানীনগর থানার খসরুপুর নিবাসী নসীব উল্যা,(পিতা-হাজির উল্যা ) ১৯৬৪ সালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি মজমিল আলী,আজমান উল্যা,কইতরী বিবি,জইতরী বিবি,ও আতরজানবিবি আইতরী কে রেখে যান। তিনি মৌলভীবাজার থানার অন্তগত ব্রাহ্মনগ্রাম মৌজার সিলেট –ঢাকা মহাসড়কের পাশে দুই দাগে মোট ৫৯ শতক জায়গা রেখে মৃত্যুবরন করেন।১৯৮৯ সালে ভূয়া ওয়ারিশান নামা জালজালিয়াতি করে নসীব উল্যার দ্বিতীয় ছেলে আজমান উল্যা একক ভাবে জায়গার মালিক হয়ে পরবর্তিতে তিনি স্ত্রী সালেহা বেগমকে ওই জায়গা দান করেন। লিখিত বক্তব্যে মৃত নসীবউল্যার মেয়ের ছেলে লুৎফুর রহমান বলেন,আমি বাদী হয়ে রেকর্ড ভাঙ্গার জন্য মাননীয় বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করি যার নং-১৯৭/২০২২ইং (স্বত্ব)। পরবর্তিতে আমি মৌলভীবাজার ভূমি অধিগ্রহন শাখায় কর্তব্যরত অফিসারদের কাছে মামলার নতিপত্র,সার্টিফাই সহ আপত্তি নামা জমা দিয়েছি এবং অধিগ্রহনকৃত জায়গায় নায্য টাকা মামলা নিস্পত্তি না হওয়ার পর্যন্ত কাউকে না দেওয়ার জন্য মাননীয় ভুমি অধিগ্রহন শাখায় একটি লিখিত দরখাস্ত জমা দিয়েছি প্রয়োজনীয় কাগজপত্র সহ।
এই জায়গা ব্রাহ্মনগ্রাম মৌজার আর,এস দাং নং ৪৭৪,ও ৯৭৯ দাগের ঢাকা- সিলেট –টু তামিিবল সড়ক ৪ লাইন উন্নতি করণে সরকার ভূমি অধিগ্রহন করিয়াছে। কিন্তু ভূয়া ওয়ারিশ নামা ও দলিল জালজালিয়াতি করে ভাই বোন ৪ জন কে বাদ দিয়ে আজমান উল্লা নিজের নামে জায়গা নিয়ে পরবর্তিতে স্ত্রীকে দান করেন।
সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে আমরা বিনিত আবেদন আপনারদের মাধ্যমে সংশ্লীষ্ট কতিৃপক্ষের দৃষ্টি গোচর হবে। এটাই আমি আশা করি। পরিশেষে সকলের সু-স্বাস্থ্যতা কামনা করি।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!