আমিনুল ইসলাম রনি আমিন
রাতের আকাশ আলো ছড়ালো
জোছনা ছড়ালো চাঁদ ,
তোমার আঙিনায় বসে নিশি পার
মিটিলো না মনের স্বাদ।
প্রেমহীন আমি ভালোবাসা পেতে
খুলেছি হৃদয়ে দুয়ার,
দুঃখের দহনে পুড়া হৃদয় বনে
জাগিয়ো প্রেমের জোয়ার।
চুম্বনে তোমার গোলাপ পাঁপড়ি
আদরে ভরিবো মন,
হৃদয় উজারিয়া ভালোবাসা দিব
নিজেরে করিব সমর্পণ।
খুব কাছাকাছি তুমি আমি আছি
দেখুক জগৎময়,
পৃথিবীর সব প্রেমিক যুগল –
বারে বারে আমাদের কথা যেন কয়।
তোমারে দেবনা হারাতে আমি
ফুরাবে না মিলন কথা,
তুমি যদি কৃষ্ণ হয়ে রও
তোমারে হেরিয়া বাঁচিতে পারে কি রাধা?