মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
> আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজগুলো কবুল করুন।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অন্তর্গত বেতিল খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে প্রায় পাঁচ সহস্রাধিক মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে সকাল ১০:১০ মিনিটে এলাকার সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়ান আলহাজ্ব আব্দুল মন্নাফ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও ঈদগাহ মাঠের প্রধান ইমাম এবং নব নির্মিত মদীনা মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব। নামাজ শেষে কবরবাসী ও মুসলিম মিল্লাতের জন্য এবং ফিলিস্তিনি নির্যাতিত মুসলমান সহ তামাম বিশ্বের মুসলমানদের শান্তির জন্য দোয়া করা হয়। আলেমদের মধ্যে আরও উপস্থিত ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বয়ান রাখেন খামার গ্রাম বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম আনসারী সাহেব, বেতিল হাই স্কুল এ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ ইমাম হোসেন সাহেব।।
মাঠ পরিচালনা করেন কবরস্থান ও ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি পাশাপাশি বেতিল হাটবাজার বণিক সমিতিরও সম্মানিত নির্বাচিত সভাপতি জনাব মোঃ আবদুল মান্নান মোল্লা সাহেব। বর্তমান সভাপতি সাহেব এই মাঠের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম ওমর ফারুক সাহেবকে স্মরণ করে এবং ঈদগাহ মাঠের আগামী উন্নতিকল্পে জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া
নামাজের পূর্বে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান ও নতুন হজযাত্রীদের সংক্ষিপ্ত পরিচিতি দোয়া ও মার্জনা পর্ব সম্পন্ন হয়।
উক্ত ঈদগাহ মাঠে এলাকার স্থানীয় লোকজন সহ আশে পাশের গ্রামগুলো হতে এই সর্ববৃহৎ ঈদের জামাতে নামাজ আদায় ও সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানগণ এই মাঠে সমবেত হন। এখানে আরও একটা বিষয় চোখে পড়ার মতো ছিলো, মাঠের মুসলিম স্বেচ্ছাসেবকদের পাশাপাশি অন্য ধর্মের লোকজনের সেবা প্রদান যা এই অঞ্চলের ধর্মীয় সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত শত বছরের।