দ্বীপক চন্দ্র সরকার: জেলা প্রতিনিধি নেত্রকোনা:
নেত্রকোনায় পবিত্র ঈদ-উল ফিতর জমায়াতে বয়ান করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং নেত্রকোনা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামাতপূর্ব জমায়াতে সংক্ষিপ্ত বয়ান করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভেকেট আমিরুল ইসলাম।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মোস্তফা। ঈদের প্রধান জমাতে হাজার হাজার মুসুল্লীগণ অংশগ্রহণ করেন। জামাত শেষে মুসুল্লীগণ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।