সিলেট অফিস ;;
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম -০২ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৪/২০২৪ খ্রিঃ তারিখ অনুমান ১৭:৩০ ঘটিকায় এসএমপি‘র মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ রাস্তার প্যারাইরচক পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। আবু বক্কর (২৪), পিতা-মো. রজব আলী, মাতা-নিহারুন নেছা, ২। মো. শরীফ আহমদ (৩৩), পিতা-মৃত হাজী আইয়ূব আলী, মাতা-মোছা. ধলাই বেগম, উভয় সাং-উপর শ্যামপুর, ইউ/পি-হরিপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, ৩। মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া (৩৮), পিতা-মো. রাকিব ইসলাম, মাতা-মোছা. আম্বিয়া বেগম, সাং-মুশরইল, ইউ/পি-পারিলা, থানা-চন্দ্রিমা, জেলা-রাজশাহী, ৪। মো. ইমামুল ইসলাম (২১), পিতা-মো. আবুল কাশেম, মাতা-মোছা. পারভীন বেগম, সাং-ধুরইল, ইউ/পি-ধুরইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীগণের হেফাজত হতে ৭৫৫ (সাতশত পঞ্চান্ন) বস্তা ভারতীয় চিনি মূল্য অনুমান ৪৫,৩০,০০০/- (পঁয়তাল্লিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২ (দুইটি) ট্রাক পেয়ে জব্দ করা হয়।
আসামীগণের বিরুদ্ধে এসএমপি মোগলাবাজার থানায় এজাহার দায়ের করলে এসএমপি মোগলাবাজার থানার মামলা নং-১১, তাং-১০/০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে। এবং উক্ত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।