চন্দনা চক্রবর্তী
কেউ জানেনা কতটা দীর্ঘশ্বাস বুকে জমাট বেঁধেছে,
দীর্ঘশ্বাসের পরে শ্বাস যেনো জ্যাম বেঁধে শ্বাসরুদ্ধ হয়ে আসে সকাল বিকাল।
না বলা কথা গুলো যদি একবার বলার সুযোগ হয়
তবেই এই দীর্ঘশ্বাসের জ্যাম ছুটবে।
পৃথিবীর বাতাস দূষণ হয়ে গেছে কোথাও প্রকৃতি তার পরিষ্কার বায়ু দিতে সক্রিয় নয়।
চারদিকে শুধু দুর্ভিক্ষের কালো কাক এদিক সেইদিক ঘুরে বেড়ায়।
নিথর এই দেহটা আর এগুতে চায় না,, চায় না পেতে প্রাণে স্পন্দন।
কঠিন বাস্তবতায় বিলীন হয়ে যাচ্ছে আলো আঁধারের লুকোচুরি খেলা।
কালের অতল গহ্বরে যেখানে তলিয়ে যাচ্ছে মানবতা,
সেখানে মানুষ শুধু নিচক এক প্রাণের অধিকারী।