নিজস্ব প্রতিবেদক:
আবৃত্তিরাজকন্যা ঈশিতা দাস অধিকারী আপন বৈশিষ্ট্যে বাচিক শিল্পী জগতে একটি স্ফুলিঙ্গ।
জনারন্যে ক্রমে ই, তিনি ছড়িয়ে পড়েছেন সর্বত্ত গ্রামবাংলা থেকে মফস্বল এবং দেশের বিভিন্ন শহরে বিদগ্ধ মহলে!
তার সুরেলা দূপ্ত কন্ঠ.সাবলীল শুদ্ধ উচ্চারণ অনবদ্য প্রকাশভঙ্গী যে কোন কবিতাকে ই, আবৃত্তিরাজকন্যা রুপে, স্নিগ্ধ মায়ায় কন্ঠে ধারণ করে থাকেন!
বাংলাদেশে, চট্রগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল, শিল্পকলা একাডেমি চট্রগ্রাম, খুলনা,শিল্পকলা একাডেমি, তার সুরেলা দূপ্ত কন্ঠ.সাবলীল শুদ্ধ উচ্চারণ শ্রোতাদের মুগ্ধ,করেন, সম্মাননা পেয়েছেন, “”আবৃত্তিরাজকন্যা” তিনি এখন আবৃত্তিরাজকন্যা নামে পরিচিতি, ভারত,বাংলাদেশ!
আনন্দবাজার শালিমার””আয়োজিত অনুষ্ঠানে “”অদ্বিতীয়া”” পুরস্কার, ভারত নির্মাণ অ্যাওয়ার্ডস” প্রাণরঞ্জন বাচিক “শিরোপা,” আবৃত্তিদেবী” প্রভূতি বিভিন্ন অনুষ্ঠানে সম্মানে সম্মানিত হয়েছেন শিল্পী,INDIA HABITAT CENTRE ও INPRESSARIO INDIA.আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে,আবৃত্তিরাজকন্যা ঈশিতার” পরিবেশনা শোতৃবৃন্দকে মুগ্ধ করে!