নার্গিস সুলতানা
দূর থেকে আর ডাকছে না কেউ
বলছে না কেউ এসো-
নীল- আকাশের, নীল ছাঁয়াতে একটু পাশে বসো!
নীলাভ বায়ূ বইছে সেথা ক্ষণিক থেকে থেকে-
অনন্তকাল তার বাতাসছটা রাখি গায়ে মেখে।
মাঝ-দুপুরে মেঘের কোলে সূর্যটা দেয় উঁকি,
মেঘ-রঙ ভালবাসা করছে লুকো-লুকি।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে পাখিরা যায় নীড়ে-
লালিমায় ঢাঁকা আকাশ-পানে,মনটা থাকে পড়ে।
দুই মেরুতে পথ চাওয়া সদা মন বড় অস্থির,
আকাশ ভেঁদিয়া ভাঙবে কেরে কষ্টের প্রাচীর???
লেখক:
নার্গিস সুলতানা (শিক্ষক)
শাহাবাদ মাজীদিয়া মহিলা দাখিল মাদ্রাসা, নড়াইল।