আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটের সময় জকিগঞ্জের ঐতিহবাহী কাস্টম ঘাটে।জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল,
প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জামাল আহমদ, কোষাধ্যক্ষ তারেক আহমদ, ক্রিড়া সম্পাদক লিমন তালুকদার।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর,জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন
জেড টিভি অনলাইন এর সম্মানিত এমডি ডা, হাবিবুল্লাহ মিসবাহ, জকিগঞ্জের ডাক-র নির্বাহী সম্পাদক রায়হান আহমদ,জাতীয় দৈনিক বিকাল বার্তার জকিগঞ্জ প্রতিনিধি জনাব আব্দুস শহীদ শাকির, নিউজ অফ জকিগঞ্জের সম্পাদক জনাব জাকির আহমদ, স্বপ্নের কৃষিটিভি -র নির্বাহী পরিচালক সাইফুর রহমানসহ সাংবাদিক পরিবারের সদস্যরা।
এসময় সকল গণমাধ্যম কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, পরিশ্রমী ও চ্যালেঞ্জজীয় পেশা নেশা হলো সাংবাদিকতা।মৃত্যুভয় বা রক্তচক্ষু উপেক্ষা করে সংবাদ পরিবেশন করা হলো সাংবাদিকতা। তাইতো সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। বিবেকের দর্শনে দেশ মানুষ ও মানবতাকে সত্যের সংমিশ্রমে তুলে ধরাই হলো প্রকৃত সাংবাদিকের কাজ। আমাদের সকলেই ঐক্যবদ্ধভাবে সংবাদ পরিবেশনে আরো তৎপর হতে হবে।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ বলেন, বস্তুনিষ্ট ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। জাতীয় স্বার্থে কথা বলতে হবে। কোন দলীয় বা ব্যক্তি স্বার্থে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন করা উচিত নয়। এসব দিকে আমাদের সাংবাদিকদের সচেতন হতে হবে। আপনাদের অক্লান্ত পরিশ্রমে যেভাবে দিন দিন সংবাদ পরিবেশনের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সম্মান কুড়িয়েছেন তা ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিযয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।