সাগর বিঃ কালিগন্জ উপজেলা প্রতিনিধি::
ঝিনাইদহ কালিগন্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন প্রার্থী।
এরমধ্যে ঝিনাইদহ কালিগন্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান শিবলীনোমানী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে উপজেলা আরও ৫ জন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, প্রত্যেক প্রার্থীই অনলাইনের মাধ্যমে নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদেদুই(২)জন মনোনয়নপত্র দাখিল করছেন ।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন আজ, (১৫এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৮মে ঝিনাইদহ কালিগন্জ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বলে জানান তিনি।।