দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে শৈলাজারঞ্জন সাংস্কতিক কেন্দ্রে বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল ৩ দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩১ বর্ষবরন ও সাংস্কতিক অনুষ্টান উদ্বোধন করেন প্রদান অতিথি সজ্জাদুল হাসান সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পির্র্কত স্থায়ী কমিটি ও মাননীয় সংসদ সদস্য, ১৬০ নেত্রকোণা—৪ এবং সভাপতি, ট্রাস্টি বোর্ড, শৈলাজারঞ্জন সাংস্কিতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট। সম্মানিত অতিথি ম. হামিদ বীর মুক্তিযোদ্ধা বরেণ্য সংস্কৃতি ব্যক্তিত্ব ও সাবেক মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন। বিশেষ অতিথি ফাল্গুনী হামিদ বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব ও লেখক, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, চেয়ারম্যান জেলা পরিষদ নেত্রকোণা। মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোণা। মোঃ শহীদ ইকবাল চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোহনগঞ্জ নেত্রকোণা। লতিফুর রহমান রতন মেয়র, মোহনগঞ্জ পৌরসভা, নেত্রকোণা। রেজওয়ান কবির, উপজেলা নির্বাহী অফিসার, মোহনগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহেদ পারভেজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। প্রধান অতিথির অক্লান্ত প্রচেষ্টায় গড়ে উঠেছে শৈলাজারঞ্জন সাংস্কতিক কেন্দ্রে। প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিগণ বক্তব্যে শৈলারঞ্জনকে স্মরণ করে সাংস্কৃতিক বিভিন্ন দিক উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পেও ভিবিন্ন আঙ্গিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।