হে বীর প্রতি বাদী সৈনিক
কখনো মাথা নত করোনি তুমি। তোমার বজ্র কন্ঠ পেয়েছি নির্দেশনা
করেছি প্রতিহত হয়েছি মুক্তি সেনা।
পেয়েছি সাধীনতা বাংলা দেশ
পেয়েছি লাল সবুজের পতাকা।
পেয়েছি তোমায় জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৪ টি বছর করেছো কারা বরন
নিপীড়িত দুঃখী মানুষের জন্য।
কি পেলে তুমি মোদের তরে
বিবেকহীন মানুষ করেছে পণ্য।
কিন্তুু আমরা কি ভালো আছি
করি রাহাজানি হই নির্যাতিত।
কেহ নাহি কারো মানি
এইকি তোমার নির্দেশনা
রাজাকার আলবদর ছিলো চির শএু
সারথের তবে নেয় আপন করে
তারাই এখন প্রিয় বন্ধু।
এইকি মোদের স্বাধীনতা
এইকি মোদের অধিকার।
কেন এমন হলো আজ
নেই কোন প্রতিকার।।
এসো সবাই আপন মনে
হিংসা বিদদেশ সকল ভুলে
মুক্তি যুদ্ধের পতাকা তলে।
বংগ বন্ধুর সোনার বাংলা
মন দিয়ে তৈরি করি।
রচনা: বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান। ঢাকা।