দ্বীপক চন্দ্র সরকার: সারাদেশের ন্যায় নেত্রকোণা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্ভোধনী/সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদে “ভরবো দেশ—গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে ধারণ করে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্ভোধনী/ সমাপনী অনুষ্ঠান নেত্রকোণা সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল বৃহস্পতিবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানটি উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে এবং সহযোগিতায় ছিলো প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নেত্রকোণা—২ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ূব আলী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ওয়াহেদুল আলম, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুল আশেকীন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: নুসরাত জাহান মুনা। প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধন করেন, সংসদ সদস্য নেত্রকোণা—২ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন দেশের ডেইরি খাতের প্রতিনিধি হিসেবে এবং বাংলাদেশ পোল্টরি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পোল্টরি খাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। প্রাণি সম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীতে ৩০ টি স্টলে খামারিরা অংশ গ্রহণ করেন। গরু, ষাড়, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, ভেড়া ও বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শনীতে দেখা যায়। বিভিন্ন ক্যাটাগরীতে খামারিদের সনদ প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। আলোচনা ও সনদ প্রদান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রাণি প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় উপজেলার ফার্মার্স এসোসিয়েশনের নেতাকর্মী, খামারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।