নিখোঁজ সংবাদ;
আমিনুল ইসলাম রনি আমিন স্টাফ রিপোর্টার কক্সবাজার
টেকনাফের বাহারছড়া মনতলিয়া হাফেজ খানায় আসার পথে নিখোঁজ ছোট্ট হাফেজ নুরুল মোস্তফা!
গত বুধবার মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে তার বাড়ি থেকে মনতলিয়া হাফেজ খানায় যাওয়ার পথে নিখোঁজ হয় ছোট্ট হাফেজ নুরুল মোস্তফা। গত ৩ দিন ধরে নিখোজ হলে আত্মীয়-স্বজনসহ খোঁজাখুঁজির পরেও কোন তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
সে মনতলিয়া দারুল কোরআন হাফেজ খানার শিক্ষার্থী।
জালিয়াপালং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মাদার বনিয়া এলাকার স্থানীয় সৌদি প্রবাসী শফি আলমের পুত্র নুরুল মোস্তফা(১৪)। তাকে খোঁজ পেতে সহায়তায় চায় তার পরিবার। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন কিংবা দেখে থাকেন নিম্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
থানায় জিডির প্রস্তুতি নিচ্ছে বলে জানান তার মামা গফুর আলম। মোবাইল নাম্বার : 01898367566