(শাহেদুল ইসলাম) স্টাফ রিপোর্টার।
এবারের মতো গরম আমি আগে দেখিনি। রোদে গেলে মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে”, দৈনিক বিকাল বার্তাকে বলছিলেন কক্সবাজারের একজন রিক্সাচালক মোহাম্মদ জসিম।
সাতাশ বছর বয়সী জসিম পাঁচ বছরেরও বেশি সময় ধরে রিক্সা চালাচ্ছেন। গরমের কারণে তার দৈনন্দিন আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানাচ্ছিলেন।
“আয় থাকবো কী করে? খ্যাপ টানতে গেলেই গলা-বুক শুকায়ে কাঠ হয়ে যাচ্ছে। পানি খাওয়ার পরও মনে হচ্ছে তেষ্টা মিটতেছে না”, দৈনিক বিকাল বার্তাকে বলেন জসিম।
বাংলাদেশের কক্সবাজার সহ ৪৫ টির বেশি জেলার উপর দিয়ে এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একইসাথে, দিনের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ অবস্থার মধ্যেই মঙ্গলবার আবারও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
তীব্র গরমের কারণে ইতোমধ্যেই কক্সবাজারের
মানুষ অতিষ্ঠ হয়েও উঠেছে তার মধ্যে লোডশেডিং চলছে প্রতিনিয়ত।
পাশাপাশি গরমে হিট স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
কিন্তু এবছর এত গরম পড়ার কারণ কী? বর্তমানে যে তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটিই-বা কতদিন চলবে?