নুরুল কবির বিশেষ প্রতিনিধ চট্টগ্রাম
চট্টগ্রাম, ২৪ এপ্রিল ২০২৪
দেশে গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
আজ বুধবার (২৪ এপ্রিল) কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সারা দেশে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তা’আলার নিকট দোয়া করেন।
হালিশহর এলাকায় অনুষ্ঠিত উক্ত ইস্তিস্কার নামাজে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত সকলে নিজেদের পূর্বের সকল গুনাহ ও ভুলভ্রান্তির জন্য আল্লাহর নিকট তওবাহ করেন। তাছাড়া অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে এবং চলমান বৈশ্বিক সঙ্কট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।