মোঃ মামুন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
মাদক চোরাচালান,মাদক সেবন ও মাদক সন্ত্রাস নির্মূলে ঝিনাইদহ জেলা পুলিশের নিয়মিত কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা(২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।আসামী সোহেল রানা সদর থানার মাধবপুর গ্রামের আব্দুর রব মোল্যার ছেলে।
এসআই(নি:)/মো: রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাঙ্গামাটি জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান ঝিনাইদহ পৌরসভাস্থ ঘোষপাড়া নামক স্থানের জনৈক আকাশ এর বাইক ভ্যালি নামক মোটর-সাইকেল গ্যারেজের সামনে হাতবদল হবে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে বাদী ইং-২২/০৪/২০২৪ তারিখ ১৫.২০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে আসামীকে একটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ২০ টি গাঁজার রোল, যার সর্বমোট ওজন ১০ (দশ) কেজি সহ আটক করেন ।উক্ত আসামী ইতিপূর্বে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক আটক হয় এবং উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।