1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেট মহানগর গোয়েন্দা ডিবি'র অভিযানে ৪৪ লক্ষ টাকার ভারতীয় চিনি, দুইটি কার্গো ট্রাক সহ ০৪ চোরাকারবারী গ্রেফতার - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:৫৩|

সিলেট মহানগর গোয়েন্দা ডিবি’র অভিযানে ৪৪ লক্ষ টাকার ভারতীয় চিনি, দুইটি কার্গো ট্রাক সহ ০৪ চোরাকারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বুধবার, এপ্রিল ২৪, ২০২৪,
  • 97 জন দেখেছেন

 

সিলেট অফিস:: এসএমপির

উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ২০২৪খ্রিঃ অনুমান সকাল সাড়ে ৯ ঘটিকায় এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর বাইপাসের মুরাদপুর বাজার সংলগ্ন মখন মিয়া মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ স্বপন ইসলাম (৩২) (ট্রাক ড্রাইভার), পিতা- মোঃ মইন উদ্দিন, মাতা- মোছাঃ বুলবুল বিবি, সাং-দুয়ারি, ডাক-নৌহাটা, থানা-এয়ারপোর্ট (পুরাতন পবা), জেলা- রাজশাহী, ২। মোঃ শাহজাহান (২৭),(ট্রাকের হেলপার), পিতা- মোঃ বদুদ জামান, মাতা- সাবেজান বিবি, সাং-দুয়ারি, ডাক-নৌহাটা, থানা-এয়ারপোর্ট (পুরাতন পবা), জেলা- রাজশাহী, ৩। মোঃ এরশাদ শেখ (৪০), (ট্রাক ড্রাইভার), পিতা- মৃত ইসমাইল শেখ , মাতা- বুলি শেখ, সাং- মোবারকপুর, ডাক- গোবিন্দপুর, থানা- সুজানগর, জেলা- পাবনা, ৪। মোঃ গিয়াস প্রামানিক (২০), (ট্রাকের হেলপার), পিতা- মজনু প্রামানিক, মাতা- মোছাঃ শাহনারা বেগম, সাং- মোবারকপুর, ডাক- গোবিন্দপুর, থানা- সুজানগর, জেলা- পাবনা-দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজত হতে ৭৩৫ (সাতশত পয়ত্রিশ) বস্তা ভারতীয় চিনি মূল্য অনুমান ৪৪,১০,০০০/- (চুয়াল্লিশ লক্ষ দশ হাজার) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২ (দুই)টি ট্রাক ১। ঢাকা মেট্রো-ট-১৫-০৫৮২ ও ২। ঢাকা মেট্রো-ট-১৮-০৩৪৭ জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং-২৬ তাং-২৪/০৪/২০২৪ খ্রিঃ ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে উক্ত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে র্সোপদ করা হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!