শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান সহ ১৪ জনের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন। অদ্য ২৫ এপ্রিল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ ১ম আদালতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান সহ ১৪ জনের জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন। জানা যায়, বিগত ০৫ নভেম্বর ২০২৩ মামলা নং-৫,১৫(৩)/২৫ ডি সেকশন ১৯৭৪। জাতীয় নির্বাচন পূর্ববর্তী মামলায় জেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এসেল্ট মামলা হয়,উক্ত মামলায় বিগত ২৮ ফেব্রুয়ারী ২০২৪ হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ায় অদ্য ২৫ এপ্রিল মৌলভীবাজার জেলা ও দায়রা জজ ১ম আদালতে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়। উক্ত মামলায় যাদের জামিন না মঞ্জুর করা হয় তারা হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মুহিত,জেলা যুবদল নেতা এম এ নিশাত,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, যুবদল নেতা ওয়াহিদুর রহমান জুনেদ,সিরাজ মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ,জায়েদ আহমদ প্রমুখ।