পাবনা জেলা প্রতিনিধি:- মোঃ শিপন মিয়া
*১। বিস্তারিতঃ*
অদ্য ২৬/০৪/২৪ তারিখ ১ ঘটিকায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় ১০কোটি ১৩ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে উক্ত ব্যাংক শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার মোঃ আবু জাফর কে আটক করে সাঁথিয়া থানা পুলিশ।
২।জানা যায় অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে ০৫ সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে ১০ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার গরমিল পায়। পরবর্তীতে উক্ত অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় এবং সাঁথিয়া থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় । বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে । তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩। উল্লেখ্য অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে ০৫ সদস্য বিশিষ্ট অডিট টিম ২৫/০৪/২৪ তারিখ ৮ ঘটিকায় উক্ত ব্যাংক শাখায় অডিট কার্যক্রম শুরু করেন। অডিট কার্যক্রম শেষে তারা আর্থিক অনিয়ম পেলে উল্লেখিত তারিখে ৮ ঘটিকায় তারা সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়।