মোঃ ইয়া কাহারুল ইসলাম (নয়ন)
বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী
শুক্রবার বেলা ১ ঘটিকায় নওগাঁ মান্দা উপজেলার কশব ইউনিয়নের কশব মোল্লাপাড়া গ্রামে আবুল কালাম আজাদ বাবুর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আবুল কালাম এর বাড়ীতে আগুন লাগার পর তা দ্রুত আশে পাশের জিয়াউর, মজি সরদার ও হায়াত আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ১১ টি ঘর, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, আসবাবপত্র, নগদ টাকা, সহ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিস খবর দিলে সার্ভিস এর ১ টি ইউনিট ও স্হানীয় জনসাধারণ মিলে ডের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মান্দার ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শফিউর রহমান বলেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।