নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার পদুয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।
খুৎবা ও নামাজ পরিচালনা করেন পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হক।
নামাজ পূর্ববর্তী আলোচনা পেশ করেন পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ।
নামাজ শেষে মুসল্লিরা অনাবৃষ্টি ও অসহ্য গরম থেকে মুক্তি এবং আল্লাহর রহমত পেতে বিশেষ দোয়া মোনাজাত করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস মাওলানা মহি উদ্দিন হেলালী।
নামাজে এলাকার সমাজ সেবক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন সাধারণ মুসল্লীরা অংশ নেন।