আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে। সিলেটের জকিগঞ্জে সৌদি আরব প্রবাসী ফজলুর রহমানের বাড়িতে গুলি ছুড়ে ডাকাতির মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে বেকসুর খালাস দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালত।পাশাপাশি দণ্ডপ্রাপ্ত ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. কবির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মজু, আব্দুস শহিদ, আহমদ সাবু উরফে সাবুল, জামাল উদ্দিন উরফে কাটা জামাল, সোনা মিয়া উরফে সোনা উল্লাহ কারাগারে রয়েছেন। বাকি ৫ আসামি পলাতক। খালাস পেয়েছেন জকিগঞ্জ থানার চাঁনপুর (দরিয়াপুর) গ্রামের মৃত ওহাব আলীর ছেলে রাজু আহমদ ও একই উপজেলার হাড়িকান্দি গ্রামের মৃত সবু মিয়ার ছেলে আলী আহমদ (৩০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ জানুয়ারী রাতে জকিগঞ্জ থানার ৬নং সুলতানপুর ইউনিয়নের ইলাবাজের সাতঘরি গ্রামের প্রবাসী ফজলুর রহমান তাপাদারের বাড়িতে অস্ত্রের মুখে নগদ ৬৫ হাজার টাকা, সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইলসহ মোট ৯ লাখ ৮০ হাজার ৫শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফারুক আহমদ তাপাদার অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ ১১বছর ০৩মাস ১৩দিনে মামলার বিচার প্রক্রিয়া শেষ করে গত বৃহস্পতিবার মহামান্য আদালত আদালত এ রায় ঘোষণা করেন।