বিধাতার কি লীলা খেলা
বুঝার সাধ্য নাই ।
কেউ রবেনা চিরদিন
নিঃস্ব হবে ঠাই ।
কতকিছু দিলেন বিধি
এই জগতের তরে ।
সবাই তার হয় মালিক
নিজের মত করে।
দালান কোঠা আপন জন কেউ রবেনা পাশে । ভালো মন্দের আমল নামা সঙ্গী রবে কাছে ।
হিংসা বিদ্বেষ অহংকার সময় থাকতে ছাড় ।
পর কালের আমল নামা
নিজের জন্য গড় । এলে একা যাবেও একা কেন এত চাওয়া । দুদিন এর জীবন তরি শুধুই বেয়ে যাওয়া । সমন জারি হলে পড়ে সঙ্গী কেউ নাই। মাটি দিয়ে গড়া দেহ মাটি হবে ঠাই ।৷
রচনা : বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান। ঢাকা।