চীফ রিপোর্টার: নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যোগে রোববার ‘স্মাট লিগ্যাল এইড,স্মাট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে লালন করে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল রবিবার সকাল ৯ ঘটিকায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে কর্মসূচীর উদ্ধোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মহিদুর রহমান তালুকদার লিটন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহমেদ খান প্রমুখ।