জেলা প্রতিনিধি, নেত্রকোণা: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার মহান মে দিবস পালন উপলক্ষ্যে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বনার্ঢ্য শোভাযাত্রা ও পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০১ মে বুধবার শোভাযাত্রা উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। শোভাযাত্রায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মোঃ মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুর অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা বিল্লাল শেখ প্রমুখ।