সুনামগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সুনামগঞ্জে ”শ্রমিক মালিক ঐক্য গড়ি নিরাপদ সুরক্ষিত কর্ম পরিবেশ তৈরি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ইজিবাইক, রিক্সা, হোটেল ও দোকান শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেক্বে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমদ এর সভাপতিত্বে ও ইজিবাইকের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এফবিসিসিআই সহ সভাপতি খায়রুল হুদা চপল । সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক সাবিনা ইয়াসমিন, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ইজিবাইক এর সহ-সভাপতি মোছাদ্দিক আলী বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক নবিনুর, মো. হাফিজুর রহমান,অর্থ সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, একে মিলন আহমদ, শ্রমিক নেতা শফিক মিয়া, মিন্টু মিয়া, শোয়েব আহমদ, রঞ্জিত পাল, নিখিল রায়, আব্দুল আলী,আব্দুর রউফ,আতাউর মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেছেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের ঐদিনে আমেরিকার শিকগো শহরের হে মার্কেটের শ্রমিকরা তাদের ৮ ঘন্টা কাজের দাবীতে শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছিলেন। ঐদিন থেকে মহান মে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৭১ সালে দেশের কৃষক, শ্রমিক,দিন মুজুরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে বাঙ্গালী জাতি একটি সার্বভৌমত্ব ভূখন্ড পেয়েছিলেন। তিনি বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন শ্রমিক বান্ধব নেত্রী, শ্রমিকদের কল্যাণে তিনি কাজ করেন। শেখ হাসিনার সরকার সব সময়ই শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তিনি আরো বলেন শ্রমিকদের কল্যাণে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। শহরে ইজিবাইক শ্রমিকদের ৫টাকার ভাড়ার স্থলে ১০টাকা ভাড়া করার জন্য পৌর মেয়রের দৃষ্টি কামনা করেন।