আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
খাদিজা ইয়াসমিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করায় চ্যান্সেলার এওয়ার্ড ফর এক্সিলেন্স স্বর্ণ পদক লাভ করেছেন। তিনি দেশের উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তো জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের খলাছড়া গ্রামের বাসিন্দা। জকিগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী আব্দুস সামাদ ছমই মিয়া ও রোশনা বেগম এর কন্যা।তিন ভাই ও তিন বোনের মধ্যে খাদিজা ৪র্থ । সে জিপিএ A+ পেয়ে উত্তীর্ণ হয় ।খাদিজা ইয়াসমিন ভবিষ্যতে শিক্ষকতা পেশায় সমাজ তথা দেশের তরে নিজেকে উৎসর্গ করতে চায়।
তার কৃতিত্বপুর্ণ এমন সাফল্যের জন্য মা-স্বামী
আত্মীয় স্বজন ও সকল শিক্ষকমন্ডলীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার এমন কৃতিত্বে উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। তার এমন কৃতিত্বপুর্ণ অর্জনের জন্য উপজেলার সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।