মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলায় পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষে সোমবার (১১ ডিসেম্বর) লাখাই উপজেলার বুল্লা, বামৈ, লাখাই সহ বিভিন্ন বাজারে মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এবং লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষে লাখাই উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও আদালত পরিচালনা করেন। এসময় আদেশ অমান্য করে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করায় বামৈ বাজারের দুই ব্যবসায়ীকে ৪০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এবং লাখাই উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেছেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ ও লাখাই থানা পুলিশের সদস্যবৃন্দ।