সোহেল রানা পাইকগাছা খুলনা প্রতিনিধি।
পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি আলোকেশ কুমার ঢালী। এসময়ে কমিটি সংশ্লিষ্টরা খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা নতুন কমিটির সভাপতি সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচছা জানান। উল্লেখ্য,গত ১-৪-২৪ তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি অলোকেশ কুমার ঢালী, সদস্য সচিব প্রধান শিক্ষক মুহাঃ আনিছুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আঃ হালিম,গোপাল চন্দ্র মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য কামরুল নাহার,অভিভাবক সদস্য মোঃ ফারুক হাসান গাজী, প্রকাশ চন্দ্র বৈরাগী, এসএম সাইদুর রহমান উজ্জ্বল, মোঃ হালিম গাজী, সংরক্ষিত মহিলা সদস্য নমিতা মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আঃ গনি সরদার,দাতা সদস্য ফজলুর রহমান।