জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোণায় ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নবযোগদানকৃত ৬জন শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম প্রমুখ।
বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ নবযোগদানকৃত কমিশনারগণের কর্মক্ষেত্রে সর্বাঙ্গিণ উন্নতি এবং উজ্জল ভবিষ্যত কামনা করে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহবান জানিয়েছেন।