স্টাফ রিপোর্টার: নেত্রকোণার মগড়া নদী দখলও দূষণমুক্ত এবং হাওর খাল বিল জলাশয় রক্ষার দাবিতে গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ৫ মে সকালে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ স্মারকলিপি গ্রহণ করেন। জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতায় পৃথিবীজুড়ে চলছে পরিবেশ বিপর্যয়ের মহা উৎসব। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মোট আয়তনের এক তৃতীয়াংশ পানিসম্পদ। নদীমাতৃক বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি নদ—নদী, খাল—বিল, হাওর—বাওর ও অন্যান্য জলাশয়ের উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক ও মনুষ্য বিভিন্ন কারণে নদ—নদী জলাশয় দূষণের কবলে নিপতিত হচ্ছে। তেমনি নেত্রকোণার মগড়া নদী ও জলাশয় সুরক্ষার লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। গ্রিন ভয়েস, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।