স্টাফ রিপোর্টার: নেত্রকোণার জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। রবিবার (৫ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এঁর সভাপতিত্বে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নের খোজ খবর নেন ও দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নের তাগিদ প্রধান করেন। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ¦ বীর মুক্তিযোদ্ধা নজরুর ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রমুখ।