সোহেল রানা প্রতিনিধি পাইকগাছা খুলনা। ৪২ ডিগ্রি তাপমাত্রায় মানুষ যখন দিশেহারা হয়ে যাচ্ছিল। অসুস্থ হয়ে পড়ছিল শিশুসহ অনেক বৃদ্ধ মানুষ, জনজীবন যেন থমকে যাচ্ছিল, পুকুরে ছিল না ফসলের জমি সূর্য প্রখর রোদে পুড়ে যাচ্ছিল, ঠিক সে সময়, নামলো আল্লাহ পাকের রহমতের বৃষ্টি। আজ ৬ই মে সন্ধ্যা ৭টাহতে এখন ৯:১৪ তবুও হয়ে চলেছে বৃষ্টি, খুশিতে আত্মহারা হয়ে পড়েছে, সকল মানুষ, এ যেন এক সোনার হরিণ এমনটাই মনে করছে সকলে। এই মুহূর্তে তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে, পাইকগাছার আকাশে ৬০ ভাগ মেঘ আছে।