কবি-গীতিকারঃ চিত্রশিল্পী মিলন বিশ্বাস
উপজেলা পরিষদ নির্বাচনে
ভোট দিন সবাই দেখে শুনে
দক্ষ দেখে পক্ষ নিয়ে
ভোট দিবেন সবাই কেন্দ্রে গিয়ে।
ঝালকাঠি সদরের গর্ব সুলতান খান
দোয়াত কলম মার্কায় ভোটটি চান।
গরীব দুঃখী মানুষের বন্ধু তিনি
ন্যায়-নীতি আদর্শবান মহাগুণী
নিজ অর্থে এলাকার উন্নয়ন করেন
বঙ্গবন্ধুর আদর্শ মননে গড়েন।
তাঁকে আপনার মুল্যবান ভোটটি দিন
পাশে থেকে সকল উন্নয়ন বুঝে নিন।
ভালো মনের মানুষ তিনি আস্থাভাজন
সুলতান হোসেন খান ভাই সবার আপন
নম্র ভদ্র মিষ্টভাষী তিনি খুব জ্ঞানহিতৈষী
অন্যের মুখে সর্বদা ফোটান হাসি।
সবাই ২১ শে মে সকাল সকাল কেন্দ্রে যাবেন
দোয়াত কলম প্রতীকে ভোটটা দেবেন।
আপনার মূল্যবান ভোটটি পেলে
সুলতান ভাই জয়ের মালা পরবে গলে
সুলতান ভাইয়ের সালাম-শুভেচ্ছা নিন
দোয়াত কলম মার্কায় ভোটটি দিন।
যাকে সবসময় পাশে পাবেন সবাই
তিনি আমাদের সুলতান হোসেন খান ভাই।