নবীগঞ্জ প্রতিনিধ:
নবীগঞ্জের গালিব পাম্পে তাজুল ইসলাম নামের এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর ) রাত ১২টা ১০ মিনিটের দিকে গজনাই পুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় গালিব নুর পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
হামলায় আহত হন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক বিকাল বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ তাজুল ইসলাম।
এ ঘটনায় ১৩ ডিসেম্বর বুধবার চারজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাজুল ইসলাম। ১ সজীব মিয়া (৪০),পিতা অজ্ঞাত, ২ শাহীন মিয়া (৩৫), পিতা মৃত আকল মিয়া, ৩ জাকির মিয়া (৩০), পিতা মৃত আকল, ৪ আব্দুল হাই (৩০) পিতা ময়না মিয়া।
মামলার এজাহারে জানা যায়, সাংবাদিক তাজুল ইসলামের বাড়ি দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট গ্রামে। সাংবাদিকতার পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের রশিদ ফিলিং স্টেশনের পূর্ব পাশের শাহজালাল হোটেলের সামনে জান্নাত কফি হাউজ নামে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিগত ২/৩ মাস যাবৎ রশিদ ফিলিং স্টেশনে পেট্রোল না থাকায় প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাত প্রায় ১২ টা ১০ মিনিটের সময় নিজের ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে কান্দিগাঁও গালিব ফিলিং স্টেশনে পেট্রোল আনতে যান। ৩শত টাকার পেট্রোল ওর্ডার করেন এবং পেট্রোল ঢুকানোর পরে ১শ টাকার ৩টা নোট দিলে ৩ নাম্বার আসামি জাকির মিয়া একটা নোট সামান্য ছেড়া তাই সে টাকা অচল বলে টাকা চেঞ্চ করে দিতে বললে ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন আর টাকা নাই, টাকা অচল হলে পরে ফিরিয়ে দিও বলায় সে টাকা না নিয়ে এটা পরিবর্তন করে দিতে হবে বলে বাকবিতন্ডায় জড়িয়ে পরে এক পর্যায়ে হাতাহাতি শুরু করলে ক্যাশে থাকা তার বড় ভাই ২য় আসামি শাহীন মিয়া ও ৪র্থ আসামি আব্দুল হাই এসে এবং অজ্ঞাত আরেক ব্যক্তি মিলে তাজুল ইসলামের উপর অতর্কিত হামলা শুরু করে। প্রায় ১০ মিনিট এই হামলার স্বীকার হন সাংবাদিক তাজুল ইসলাম।
তার সুর-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক ভুক্তভোগী নিজে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে কল করে বিষয়টি অবগত করলে উনার নির্দেশে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিক তাজুল ইসলামকে উদ্ধার করে তার শারীরিক অবস্থার অবনতি দেখে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে তার নিজ মোটরসাইকেল নিয়ে গালিব পাম্পে পেট্রোল আনতে যায় এ সময় একটি ১ শত টাকার নোট হালকা ছেড়া থাকায় বাকবিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে পাম্পের ম্যানেজার কর্মচারী ৪/৫ জন মিলে সাংবাদিক তাজুল ইসলাম এর উপর অর্তকিত ভাবে আক্রমণ করে ৪/৫ জন অনুসারী তাদের মারধর করে।
ঐ সাংবাদিককে আহতাবস্থায় উদ্ধার করে তারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
নবীগঞ্জ থানার কর্মরত (ওসি) মোঃ মাসুক আলী দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, ঘটনার সময় সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে গালিব পাম্পে পুলিশ পাঠিয়েছি এবং বর্তমানে অভিযোগ ও পেয়েছি খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।