সিলেট অফিস::
গত ০৯ মে ২০২৪খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/সুজিত চক্রবর্তী সঙ্গীয় দিবাকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই(নিঃ) মোঃ আব্দুল গফ্ফার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর রোডে ইকবাল মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১। মোঃ সোহেল (৩৮), পিতা-রুস্তম খা, সাং-কাজীটোলা মুক্তার গলি, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ শাহানুর (৩০), পিতা-রাজু মিয়া, সাং-মুখাই, থানা-ধর্মপাশা, জেলা-সুমানগঞ্জ, বর্তমানে সাং-চন্দনটিলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৩। খালেক আহমদ (২৭), পিতা-আঃ খালিক, সাং-সোনাতলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৪। রহমত আলী (৪০), পিতা-আঃ খালিক, সাং-সোনাতলা, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-বেতের বাজার জাহাঙ্গীর মিয়ার কলোনী, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৫। আপেজ মিয়া (৩২), পিতা-মৃত মন্তাজ আলী, সাং-মধ্য অষ্টোগ্রাম, থানা-অষ্টোগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে কাজিটোলা, ১নং গলি, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৬। মোঃ জাহাঙ্গীর আলম (২৭), পিতা-মৃত আঃ জলিল, সাং-দুর্গাপাশা, থানা-দক্ষিন সুনামগঞ্জকে আটক করেন। আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-৫৪, তাং১০/০৫/২০২৪খ্রিঃ, , ধারা-১০৪/৯৫ এসএমপি এ্যাক্ট মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি