সিলেট অফিস::
সিলেটে অর্ধকোটি টাকার বেশি বাজার মূল্যের ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। সেই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১০ মে) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরমাগেইট সংলগ্ন সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট বসিয়ে বিশাল এই চিনির চালান জব্দ করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন একটি ট্রাকের চালক ঝিনাইদহের মহেশপুর থানার বজ্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন ও হেল্পার হবিগঞ্জের নবীগঞ্জ থানার সদরাবাদ গ্রামের শাহ মিছকিনপুর গ্রামের তোরাফ উল্লাহর ছেলে রাজন মিয়া (২১)।
আটক অপর ট্রাকের চালক ও হেল্পার হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে রাসেল আহমদ ও হেল্পার গাজীপুরের কালিগঞ্জ থানার দক্ষিণভাগ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে নূর মোহাম্মদ (৩০)।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, চেকপোস্ট বসিয়ে একটি হলুদ রঙের ট্রাক ( রেজি. নং ঢাকা মেট্রো-ট ২২-০৩৭৫) তল্লাশিকালে প্রায় ২৫ লাখ ৯২ হাজার টাকা বাজার মূল্যের ৪৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
একই সময়ে অপর ট্রাক (রেজি. নং ঢাকা মেট্রো-ট ২২-২৪৬১) তল্লাশি চালিয়ে ২৫ লাখ ৭৪ হাজার ৭২০ টাকা মূল্যের ৪৪৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং- ৮/১০/০৫/২০২৪) দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ট্রাকগুলো পুলিশ হেফাজতে রয়েছে।