মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ।
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামিরদী নামক বাসস্ট্যান্ডে শনিবার সকাল ১১ টার দিক ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা পুত্র সহ একই পরিবারের ৩ জন নিহত হয় । নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের কোহলদিয়া গ্রামের আবুল কাশেম শেখ(৪০) তার পুত্র মোরসালিন শেখ(৮) ও একই পরিবারের নাজমুল শেখ(৩৫)।
অপরদিকে ঢাকা খুলনা মহাসড়কের মুকসেদপুর উপজেলার চর বল্লবদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল দিবাগত রাত ১০ টার দিকে অজ্ঞাত গাড়ি সাথে মোটর সাইকেল আরোহী সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলে নিহত হল, মুকসুদপুর উপজেলার দিঘীরপাড় লকের চর গ্রামের সূর্য ফকির ছেলে তুষার ফকির ২২) ও মেয়ে লাজিনা আক্তার (৩২)।
অপদিকে শনিবার (১১ মে) সকাল ৮ টার দিকে উপজেলার কৈডুবি সদরদী তে অজ্ঞাত একটি গাড়ি অটো ভ্যান মুখোমুখী সংঘর্ষ হলে এক কলেজ ছাত্রী ও নিহত হন।হাইওয়ে সূত্রে জানাযায়, ঢাকা বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকায় ৮ টার সময় অজ্ঞাত বাস ইজি বাইকের সামনে ধাক্কা দিলে সরকারি কেএম কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৭) নিহত হন।
অপর ঘটনা, ভাঙ্গা উপজেলা মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ রজব আলী স্ত্রী রিজিয়া বেগম (৬৫)নিহত হন। (১০ মে) বিকেলে তার নিজ বসত বাড়ীর থেকে পাকা রাস্তায় উঠলে বাইশ রশি হতে দ্রুত গতিতে একটি অজ্ঞাত মোটর সাইলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি আহত হয়। তার আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।উন্নত চিকিৎসা জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ প্রেরণ করা হলে রাত অনুমান ১টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরিদপুর গেটের বাহিরে হলে এমবুলেন্সের মধ্যে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে এসআই আব্দুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানায়, ফরিদপুর থেকে ইট ভর্তি করে একটি ট্রাক ভাঙ্গার দিকে আসছিল সে সময় ভাঙ্গার দিক থেকে একটি মোটরসাইকেলে করে পিতা পুত্র ও ভাই মিলে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হামিরদী নামক বাসস্ট্যান্ডের একটি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ট্রাকের ভিতর ঢুকে যায়। স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মিলে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।