মো:জাকির হোসেন নীলফামারীর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর শহরের বিশিষ্ট সাইকেল পার্টস ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড সভাপতি আফজাল ওয়াজির এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুমআ কাজীপাড়া ঈদগাহে জানাজার নামাজ শেষে কাজীপাড়া পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৭টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শহরের বঙ্গবন্ধু সড়কের চেলু খা পেট্রোল পাম্প সংলগ্ন তাঁর ব্যবসা প্রতিষ্ঠান আল ফারুক ট্রেডার্স বিদ্যমান।
মরহুমের জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এর আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে কথা বলেন সৈয়দপুর উপজেলার সাবেক আমীর মাওলানা লুৎফর রহমান, নীলফামারী জেলা সহকারী সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, সৈয়দপুরের বিশিষ্ট আলেম ও বাঁশবাড়ী মসজিদ বায়তুস সালামের ইমাম মাওলানা নাসিম মাজহারি, জামাতা শাহজালাল ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. কারীমুল্লাহ। আলোচনা পরিচালনা করেন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান।