আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
সিলেটের জকিগঞ্জে আব্দুল হাই ছালেক মিয়া (৩৮) নামক ২ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
তথ্যসুত্রে জানাযায় গতকাল ১৭ মে শুক্রবার বাজার থেকে ২ মেয়ের জন্য নতুন জামা-কাপড়, কিছু ফল এবং কাফনের কাপড় নিয়ে রাতে বাড়ি ফিরেন ছালেক মিয়া। মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে নতুন জামা পরিধান করিয়ে ঘর থেকে বাহির হয়ে যান। রাতে অনেক খোঁজাখোজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
এক পর্যায়ে আজ ভোরে বাড়ির পাশে পাওয়া যায় রক্তমাখা তার নিথর দেহ! পাশে একটি পানির বোতল এবং বিষাক্ত কিছু কীটনাশক ওষুধ দেখতে পান স্থানীয়রা। লিখে যান একটি চিরকুট। চিরকুটে ছালেক মিয়া লিখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের ইচ্ছাতেই আমি আত্মহত্যা করেছি।
বাবাকে উদ্দেশ্য করে লিখেছেন বাবা, আমার বকরি গুলো বিক্রি করে আমার স্ত্রীর মোহরানা পরিশোধ করবেন। আর আমার মেয়েগুলোকে আপনি দেখে রাখবেন।
কিন্তু কেনো এবং কি কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হয়তো পারিবারিক কোনো কলহের জেরে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। জকিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট বের হলে জানা যাবে মৃত্যুর আসল রহস্য।
নিহত আব্দুল হাই ছালেক মিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
ছালেক মিয়ার এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!মৃত্যুর কারণ নিয়ে দানা বেঁধেছে অনেকের মনে। প্রশাসনের কাছে
এলাকাবাসীর দাবি মূল রহস্যে উদঘাটনের।