স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) পুলিশ সুপার (অপারেশনস্) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ। এ সময় শনিবার (১৮ মে) নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ ফয়েজ আহমেদ (পিপিএম—সেবা) পুলিশ সুপার নেত্রকোণা। উল্লেখ্য, নেত্রকোণা জেলা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি ট্রাফিক অফিস পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় জেলার বিভিন্ন আইন শৃংঙলা বিষয়ে খোঁজ খবর নেন।