নরসিংদী প্রতিনিধিঃ প্রশাসনের অনুমতি ছাড়াই নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন চর্নগরদী বাজারের ২টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠে ইউনিয়ন মৎস্য জীবিলীগ নেতা ও মসজিদ পরিচালনা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে।এ ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে গত ৬ মে জিনারদী ইউনিয়ন ভুমি উপ – সহকারী কর্মকর্তা জয়ন্তী দত্ত বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে পলাশ থানা একটি অভিযোগ দায়ের করেন। মামলায় গ্রেফতার বাবুল ও জাহাঙ্গীর, সাইদুল ইসলাম (৪০),আয়ুব পাঠান(৫০),লুৎফর রহমান(৬০)নাম উল্লেখ করে ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পলাশ থানার পুলিশ গাছ কাটার মামলায় মৎস্য জীবিলীগ নেতা বাবুল(৫০),জাহাঙ্গীর (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৫ মে) দিবাগত রাতে পলাশ থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরেদিন বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন চর্নগরদী বাজারের ২টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইউনিয়ন মৎস্য জীবিলীগ নেতা ও মসজিদ পরিচালনা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে। গত ৪ মে সকালে মৎস্যজীবি লীগনেতা বাবুল(চোরা বাবুল), জাহাঙ্গীর, আইয়ুব পাঠান, পরিচালনা কমিটির দুই সদস্যের সহায়তায় কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলেই এসব গাছ কেটে বিক্রি করেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৬০,০০০ হাজার টাকা।