আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
অদ্য ১৯/০৫/২০২৪ ই. রোজ রবিবার বেলা ২:০০ ঘটিকা থেকে মামরখানি জামেয়ার হল রুমে জামেয়ার ছাত্রসংগঠন আল-মজিদ ছাত্রসংসদের নতুন শিক্ষাবর্ষের নতুন কমিঠির শপথ গ্রহণ ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামেয়ার সম্মানিত মুদিরে মুহতারাম: মুফতি মাওলানা আব্দুল হান্নান কাসিমীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।লন্ডন সেন্ট্রাল মসজিদের খতিব,দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ ও আলোচক, শায়েখ মাওলানা কাজী লুৎফর রহমান আজহারী।
নবীনবরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ছাত্র সংসদের সম্মানিত সভাপতি মাওলানা ফয়সল আহমদ সাহেব। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, তোমরা এমন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ যা তোমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবসময় তোমাদের পাশে থাকবে আল মজিদ ছাত্র সংসদ।
সভাপতি মাওলানা ফয়সল আহমদের সঞ্চালনায়
শুরুতে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন জামেয়ার শিক্ষার্থী জাহাঙ্গীর আলম এবং মাহবুব আলম।
অনুষ্ঠানে মুদিরে মুতারাম মুফতি মাওলানা আব্দুল হান্নান কাসিমী হাফি: শুরুতে নবীন ও প্রবীণ ছাত্রদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য রাখেন এবং সবাইকে নতুন বছরের শুরু থেকে লেখা পড়ায় মনোযোগী হওয়ার প্রতি উৎসা প্রধান করেন।
অনুষ্ঠানে চলমান শিক্ষা বর্ষের নতুন ছাত্রদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে সবার হাতে ফুল তুলে দেন প্রত্যেক ক্লাস থেকে একেকজন প্রতিনিধি বৃন্দ। সাথে সাথে নতুন কর্ম-বছর সুন্দর ও অর্থবহ করার লক্ষ্যে নবীন ও প্রবীণ ছাত্রদের তরফ থেকে চমৎকার বক্তব্য পেশ করা হয়।
আল-মজিদের ছাত্র সংসদের পক্ষ থেকে এমন অনুষ্ঠান ছাত্রদের অনেক আনন্দ ও অনুপ্রেরণা দেওয়ায় জামেয়া-কর্তৃপক্ষের শুকরিয়া জানানো হয়। জামেয়ার নাজিমে তালিমাত মাওলানা হাফিজ ইমরান হুসাইন সাহেব ও আসাতিযায়ে কেরামের উপস্থিতিতে সর্বশেষ মুহতামীম সাহেব দা:বা: জামেয়া প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত যারা সহযোগীতা করে আসছেন সবার শুকরিয়া আদায় করেন, এবং প্রধান অতিথির নসিহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।