শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার বাচ্চাটির নাম জিসান,সে তেলাসেমিয়া রোগে আক্রান্ত।
অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিলো,বর্তমানে তাকে অপারেশন করার জন্যে শুধুমাত্র ১৫ হাজার টাকা প্রয়োজন।আগামী ০১/০৬/২০২৪ ইংরেজি তারিখে ছেলেটির অপারেশনের শিডিউল। মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 01832-30 22 30