হবিগঞ্জ জেলা প্রতিনিধি নবীগঞ্জ থেকে।
নবীগঞ্জের দিনারপুরে এক নিরিহ পরিবারকে ভূমি পাবার বাহানা করে প্রভাবশালী ও তার আত্মীয়স্বজন মিলে অহরহ হুমকি দিচ্ছে।
নিরুপায় হয়ে নিরিহ পরিবার ও তার লোকজন সমাজপতিদের দ্বারে দ্বারে সুবিচার পেতে ঘুরছে ।
সুত্রে জানা গেছে- ওই উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ রুবেল আহমদ এর বসত বাড়ির প্রতি দীর্ঘদিন যাবত লোভ পড়ে একই গ্রামের প্রভাবশালী মৃত কমর উদ্দিনের পুত্র সামছ উদ্দিন ও শফিক মিয়ার। তারা ইংল্যান্ড থাকা অবস্থায় তাদের সহায় সম্পত্তি দেখাশোনা করে তাদের ভাগ্না কাওছার হোসেন নিয়াজি নামের যুবক। সে তার মামার সম্পত্তির একা্ংশের পাবার দাবি তোলে রুবেল গংদের প্রতি। এই ইস্যু নিয়ে হবিগঞ্জ আদালতে ১ শ ৪৪ ধারার অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলা ধার্য্য তারিখ হয়েছে। কিন্তু বেপরোয়া হয়ে ওঠে প্রবাসী সামছ উদ্দিন ও তার ভাগ্না কাওছার হোসেন। জায়গার পাবার ইস্যু ও মামলার ইস্যু নিয়ে অহরহ প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে রুবেল গ্যদের লোকজনদের প্রতি।
এ ব্যাপারে জানতে চাইলে রুবেল মিয়া জানান-তার বাড়িতে ৩৬৯৫ দাগে ৯২ শতাংশ ভূমি রয়েছে। কিন্তু এই ভূমির প্রতি লোভ পড়ে সামছ উদ্দিন ও তার লোকজনদের। এনিয়ে তিনি এলাকায় চলাফেরা করা সমস্যা হ্চ্ছে। প্রতিপক্ষ লোকজনদের হুমাকি-ধামকির ফলে তিনি হতাশায় দিনযাপন করছেন। যেকোনো সময় তার ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে পারে তারা। তিনি দেশের প্রশাসনের সুদৃষ্টি চেয়েছেন।