হাসান আলী জামালপুর প্রতিনিধি:
গত ২১ শে মে অনুষ্ঠিত হওয়া ৬ষ্ঠ উপজেলা ২য় ধাপের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মুন্নি আক্তার।
মুন্নি আক্তার জামালপুর জেলা হিজড়া মানবকল্যাণ সমিতির সভাপতি। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন শুরু হলে তিনি প্রথমেই নমিনেশন পেপার ক্রয় করেন। এরপর থেকে চালানো হয় ভিন্ন আঙ্গিকে প্রচার প্রচারণা। তবে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সেলাই মেশিন প্রতিক নিয়ে ২৩৭৬৮ ভোট পেয়ে মহিলা ভাই চেয়ারম্যান পদে নির্বাচিত হন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বই প্রতিক নিয়ে ২৯৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন আরিফ খান রাসেল ।
উপজেলা চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হন আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার সাথে সাথেই তাদের অনুসারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে দেওয়ানগঞ্জ অডিটোরিয়াম হল রুম। এবং তাদের সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তবে ব্যতিক্রম দেখা গেছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মুন্নি আক্তারের অনুসারীদের ক্ষেত্রে তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার কে এবং অনেকে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন।