বিশেষ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনায় মোহনগঞ্জ মাছঘাটে সততা মৎস্য ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ এর ত্রি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটদান। ৫৫জন ভোটারের মধ্যে ৪৮জন তাদের ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে নির্বাচিত হন মোঃ এনামুল হক তার প্রাপ্ত ভোট ৩৫, সহসভাপতি পদে মাছ প্রতীকে ৩২ ভোট পেয়ে জয়ী হন মোঃ মতি মিয়া ও সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে জয়লাভ করেন মোঃ বাদশা মিয়া। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদপ্রার্থীগণ বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন।