শাহজালাল সুজন
তারিখ- ২৪/০৫/২০২৪
হার্ডওয়্যারের হৃদয় তোমার,
ডিসপ্লে জুড়ে নিত্য সাজে।
তোমার ছবি আঁকা থাকে,
পাসওয়ার্ড ভুলে মনের ভাঁজে।
সফটওয়্যারের ফাংশন জুড়ে
লক করেছো মনের ঘরে।
লক স্ক্রীনেতে তোমার ছবি
আন্দাজে হয় পাসওয়ার্ড ধরে।
এক ধ্যানেতে তোমায় খুঁজি,
মনের ল্যাপটপ চার্জ গেলো তাই।
হার্ডডিস্ক তোমার অন্য মনে,
ফুল করে তাই নিয়েছো ঠাঁই।
সম্ভব হলে ডিলেট করে,
মেমোরিতে আমায় ভরো,
মনের পাসওয়ার্ড আমায় দিয়ে
সুহাসিনী আমায় ধরো।
ফ্যাক্টরিতে রিসেট দিয়ে
মেমোরিতে লিখবো গীতি।
হৃদয় ল্যাপটপ পেনড্রাইভ দিয়ে,
পাসওয়ার্ড প্রেমের নামটি স্মৃতি।