কলমেঃ- মহসিন আলম মুহিন
কপাল পোড়া ঘাটের মরা
ভাবিস কেন মন,
সবার হাতে সুখের তোড়া
তাই ঝরে নয়ন?
ঘাপটি মেরে চুপটি করে
বসে থাকে যারা,
তারাই এখন ভালো করে
ভালোরাই সব ধরা।।
বসে বসে অংক কষা
এটাই এখন কাম,
হতাশ হলে বাড়ে সাজা
ঝরে মাথার ঘাম।।
সহজ সরল সোজা পথে
কেন এতো জ্বালা,
ভাবতে হবে উল্টো রথে
কেনইবা পথ চলা।।
কপাল পোড়া কষ্টে ভরা
পাল্টাতে হবে গতি,
প্রভুর কাছে তওবা করা-
তার কাছেই মিনতি।।
কপাল পোড়া কিসের মোরা
আমরা মানব জাতি,
শ্রম সাধনায় করবো তাড়া-
যত আছে দুর্গতি।।
কর্ম ধারা ভাগ্য ফেরে
সাথে আল্লাহর নাম,
কপাল তাতে খুলে যাবে
হবে যে সফলকাম।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং- ০১৭১৬৯১৩৯৩৯